শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজলার আবাইপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) ও ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান রিপন হত্যার প্রতিবাদে ও দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার বিকেলে উপজলার মীনগ্রামে এসব কর্মসূচি পালন করেন রিপনের স্বজনেরা ও এলাকাবাসী।
মানববন্ধনের আগে মীনগ্রামের মাস্টার মোড় থেকে একটি বিক্ষাভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখান মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক ও উপজলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহম্মেদ, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম হোসেন মোল্লা, নিত্যানন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাস, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাচ্চু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিপন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মিশন, সাধারণ সম্পাদক মো. বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান উকিল মোল্লা ও নিহতের পিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।
গত ১৬ অক্টাবর রাত ১টার দিকে শৈলকুপা থানা থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ইউপি সদস্য রিপনকে মীনগ্রাম-আবাইপুর সড়কের মাঠের মধ্যে প্রতিপক্ষরা কুপিয়ে ও পিটিয়ে আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত ৩ টার দিকে তার মৃত্যু হয়।