ফুলতলা (খুলনা) প্রতিনিধি: ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের সাথে বৃহস্পতিবার বিকালে ফুলতলা উপজেলা চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আনছার ভিডিপি কর্মকর্তা সালমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। বিশেষ অতিথি ছিলেন ওসি মোহাম্মদ আব্দুল হক। বক্তৃতা করেন প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ^াস, আবুল খায়ের প্রমুখ।
সভায় প্রধান অতিথি আনসার সদস্যের এ সময় বলেন, পূজা মণ্ডপে আগতদের তল্লাসী কার্যক্রম জোরদার, অভ্যন্তরীন নিরাপত্তা, পূজা মন্ডপে দর্শনার্থীদের সুশৃঙ্খলাভাবে প্রবেশ ও প্রস্থানে সহায়তা করা, নিরাপত্তা বিধান করা, মন্ডপে নাশকতা প্রতিরোধে সতর্কতার সাথে দায়িত্ব পালন এবং পূজা চলাকালিন সময়ে ৬ দিন পূজা মন্ডপ ও তৎসংশ্লিষ্ট কোন ছবি নিজের ডিউটিরত অবস্থায় ছবি আপলোড করা থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করেন।