মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জের পল্লীতে সিফাত খান (৩) নামে একটি শিশু ঘুমন্ত অবস্থায় নিখোঁজ হয়েছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে পুটিখালী গ্রামের আসাদুল খানের ছেলে সিফাত নিখোঁজ হয়। ঘটনার পর থেকে স্থানীয় লোকজন ও থানা পুলিশের একাধিক দল শিশুটির সন্ধানে কাজ শুরু করলেও ১২ ঘন্টা পরে বাড়ি থেকে প্রায় ৩শ গজ দূরে একটি বাগানের ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।
মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শিশুর পিতা আসাদুল বলেন, রাত দেড়টার দিকে তার প্রথম স্ত্রী লাভলী বেগমকে নিয়ে মাছ ধরতে বাইরে যান। এ সময় ঘরের দরজা খোলা ছিলো। ১৫/২০ মিনিট পরে ঘরে ফিরে দেখি সিফাত ঘরে নেই।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ঘটনা শোনার পর থেকে পুলিশের ৩টি দল ঘটনাস্থলে পৌছেছে। তারা কাজ করছে। তারা তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ খুঁজে পেয়েছে। এ ব্যাপারে শিশুটির সৎ মা সাজেদা বেগমকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করেছে। মামলার প্রস্তুতি চলছে।