Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শরণখোলার গাবতলায় দেড় কিলোমিটার নদীগর্ভে বিলিন

এখন সময়: রবিবার, ১১ মে , ২০২৫, ০৭:৩৪:১২ পিএম

 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় ৩৫/১ পোল্ডারের বেড়িবাধের সাউথখালী ইউনিয়নের গাবতলার আশার আলো মসজিদ সংলগ্ন এলাকার প্রায় দেড় কিলোমিটার জুড়ে ইতোমধ্যে নদীগর্ভে বিলিন হয়ে গেছে। বুধবার সকাল ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ ভাঙন পর্যায়ক্রমে অব্যাহত রয়েছে। এলাকাবাসীর ধারনা, ভাটি শুরু হলে মূল বেড়িবাধে ভাঙন দেখা দিতে পারে। আর এ কারণে সংস্লিষ্ট এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

সরেজমিন ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, ২০১৬ সালে বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ৪শ কোটি টাকা ব্যয়ে ৩৫/১ পোল্ডারের শরণখোলা উপজেলায় ৬৪ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করে চায়না কোম্পানি।  বেড়িবাঁধের নির্মাণ কাজ শেষ হলেও উপজেলার বগি গ্রাম থেকে উত্তর সাউথখালী পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার বেড়িবাধ নদীশাসন ব্যবস্থা না থাকায় হুমকির মধ্যে পড়ে। দুই বছর আগে সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি রিংবাঁধ মূল বেড়িবাধের পূর্ব পাশে নির্মাণ করা হয়। কিন্তু অব্যাহত ভাঙনের মুখে সে রিং বাধ প্রায় বিলিন হওয়ার পথে। বুধবার সকাল ৭টার থেকে দেড়টা পর্যন্ত উপজেলার সাউথখালী ইউনিয়নেন গাবতলার আশার আলো মসজিদ সংলগ্ন দেড় কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলিন হয়ে গেছে।

দক্ষিণ সাউথখালী এলাকার বাসিন্দা সিদ্দিক হাওলাদার, আসাদুল খান ও আলী হাওলাদার জানায়, যেভাবে ভাঙন শুরু হয়েছে তাতে মূল বেড়িবাঁধ রাতে ভেঙে যেতে পারে বালে তারা ধারণা করেছেন। ওই এলাকায় বসবাসরত চালিতাবুনিয়া, বগি, গাবতলা এলাকার কয়েক হাজার পরিবারের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। কারণ মূল বেড়িবাঁধ ভেঙে গেলে তাদের বাড়িঘর পানিতে তলিয়ে যেতে পারে । আর এতে খেতের ফসল, হাঁস-মুরগি, পুকুর ও ঘেরের মাছের ব্যাপক ক্ষতি হতে পারে।     

এ ব্যাপারে সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব বলেন, নদী শাসন ব্যবস্থা না করে বেড়িবাঁধ নির্মাণ করায় আজকে মূল বেড়িবাঁধ হুমকির মুখে পড়েছে। তিনি কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

এ বিষয়ে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শামিম বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করে উধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করবেন।

এ ব্যাপারে  পানি উন্নয়ন বোর্ডের বাগেরহাট জেলার নির্বাহী প্রকৌশলী মাসুম বিল্লাহ বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)