শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির বার্ষিক সমাবেশ হয়েছে। মঙ্গলবার বেলা বারোটার দিকে রায়েন্দা বাজার পাঁচরাস্তার মোড় হারুন কমিউনিটি সেন্টারে সভাটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি শাহজাহান গাজী। প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শামীম। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের ড্রাগ সুপার মেহেদী হাসান, বাগেরহাট কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আব্দুস সোবাহান, সহসভাপতি এম গিয়াস উদ্দীন, বাগেরহাট জেলা ড্রাগিস্ট সমিতির সদস্য আজিজুল হক, কামরুজ্জামান সাগর, জাকির হোসেন রকি, আবু তালহা, শেখ মারুফুজ্জান ও হুমায়ুন কবির শান্ত।
বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ মালেক রেজা, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ। শরণখোলায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মোহাম্মদ ফাইজুল হক সভাটি সঞ্চালনা করেন।