শরণখোলা(বাগেরহাট) প্রতিনিধি: নারকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুবরণ করেছেন শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামের হতদরিদ্র হাফেজ আকন (৫০)। সোমবার দুপুরে উপজেলার রাজেশ্বর গ্রামের বিরান কুলুর বাড়িতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় তার মৃতদেহ গাছ থেকে নামানো হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগীর পরিবার ও থানা সূত্রে জানা যায়, উপজেলার উত্তর কদমতলা গ্রামের মৃত রয়েন উদ্দীন আকনের পুত্র হতদরিদ্র হাফেজ আকন নারিকেল গাছ পরিষ্কার করে জীবিকা নির্বাহ করেন। সোমবার সকালে রাজেশ্বর গ্রামের বিরান কুলুর নারিকেল গাছ পরিষ্কার করতে যায়। গাছের মাথায় উঠে একটি ড্যাগা আশিংক কাটলে তা পার্শ্ববর্তী এগারো হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে স্পর্শ করা মাত্র পুরো গাছ বিদ্যুায়িত হয়। এসময় হাফেজ আকন বিদ্যুায়িত হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা বিদ্যুতের লাইন বন্ধ করে গাছ থেকে নামিয়ে আনে। পরে পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন শরণখোলা পুলিশের অফিসার ইনচার্জ ইকরাম হোসেন ও অফিসার ইনচার্জ তদন্ত সুব্রত কুমার সরকার।
এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন বলেন, এ ঘটনায় শরণখোলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরসহ ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।