মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আমিরুল আলম মিলন বলেছেন, বাংলাদেশের অর্থনীতির চাকা এখন গতিশীল। পঙ্গু ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ বিভিন্ন ভাতার কথা বাংলার সাধারণ জনগণ কখন কল্পনা করেনি। এখন তারা ঘরে বসে এ সব ভাতার টাকা ভোগ করছেন। এটা আওয়ামী লীগ সরকারের অবদান।
শনিবার বিকেলে বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন সভায় এমপি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এম এমদাদুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মোরেলগঞ্জও শরণখোলা উপজেলার দলীয় নেতাকর্মী ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা বক্তব্য রাখেন।