খুলনা প্রতিনিধি : খুলনার বটিয়াঘাটায় অনুষ্ঠিত প্রথম শেখ ফজলুল হক মনি স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজদ্বীপ একাদশ। শুক্রবার উপজেলার চক্রাখালি ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা খুলনার মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলার দ্বিতীয়ার্ধের ১০ ও ১৩ মিনিটে রাজদ্বীপ একাদশের হয়ে একাই দু’টি গোল করেন রাজু। ফাইনালে জোড়া গোল করে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি। টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার জেতেন চ্যাম্পিয়ন দলের খালিদ। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও একটি ফ্রিজ তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস। স্থানীয় ফজলুল হক স্মৃতি পরিষদের আয়োজনে খুলনা জেলার ১৬টি দল এ টুর্নামেন্টে অংশ গ্রহণ করে।