Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒কারাতে চ্যাম্পিয়নশীপ উদ্বোধন

যশোরে কারাতে প্রশিক্ষণ ছড়িয়ে দিতে কাজ করে যাবো : ডিসি

এখন সময়: রবিবার, ১১ মে , ২০২৫, ০৬:৫৫:৪৯ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরে শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল দ্বিতীয় ইনভাইটেশনাল কারাতে চ্যাম্পিয়নশীপ ২০২৩ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে যশোর জিমনেশিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কারাতে শিক্ষা হোক সকল অনৈতিক, অসামাজিক, মাদকমুক্ত সমাজ গড়ার হাতিয়ার। কারাতে আত্মরক্ষার পাশাপাশি শরীরের ভারসাম্য রক্ষা করে। কারাতে প্রশিক্ষণকে যেনো আরও ছড়িয়ে দিতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাবো। 

টুর্নামেন্ট কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কারাতে অরগানাইজেশনের উপদেষ্টা, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোকসেদ শফি, অতিরিক্ত সাধারণ সম্পাদক আকসার সিদ্দিকী শৈবাল, যশোর জেলা ক্রীড়া সংস্থা কারাতে পরিষদের যুগ্ম-সম্পাদক ইমরান হাসান টুটুল।

দুই দিনব্যাপী এ টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, নেপাল ভুটান, শ্রীলঙ্কা ও জাপান অংশ নিয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)