Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒গ্রীষ্মকালীন স্কুল, মাদ্রাসা বিভাগীয় পর্যায়

বালক হ্যান্ডবলে যশোর জিলা স্কুল ও বালিকায় প্রগতি বিদ্যালয় ফাইনালে

এখন সময়: রবিবার, ১১ মে , ২০২৫, ০৬:৪৫:৪৫ এম

ক্রীড়া প্রতিবেদক : ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারগিরি শিক্ষা বিভাগীয় (উপ-আঞ্চল) পর্যায়ে বালক হ্যান্ডবলে যশোর জিলা স্কুল ও বালিকায় প্রগতি বালিকা বিদ্যালয় ফাইনালে উঠেছে। এছাড়া দাবা বালিকা (বড়) চ্যাম্পিয়ন হয়েছে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির (এস এস সি পরিক্ষার্থী) শিক্ষার্থী তাসপিয়া জামান টটিনী। সে নড়াইল লোহাগড়া পাইলট স্কুলের চৈতিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এদিকে, শুক্রবার যশোর জিলা স্কুল খুলনার নেভি স্কুলকে পরাজিত করে ফাইনালে উঠেছে। আজ সকালে খুলনা জিলা স্কুল মাঠে যশোর জিলা স্কুল ফাইনালে মুখোমুখি হবে কুষ্টিয়া জিলা স্কুলের। অপরদিকে, যশোরের প্রগতি বালিকা বিদ্যালয় বাগেরহাটের চরবানিয়া মাধ্যমিক বিদ্যালয়কে ১৬-৪ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালে ওঠে। খুলনা পাইওনিয়র বালিকা বিদ্যালয়ে আজ সকালে প্রগতি বালিকা বিদ্যালয় ফাইনালে মুখোমুখি হবে নড়াইল লোহাগড়া পাইলট স্কুলের।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)