নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় সাব্বির আহমেদ পলাশের ভাই জাতীয় সেনাবাহিনী ফুটবল দলের সাবেক খেলোয়াড় রফিকুল ইসলাম রফিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। মঙ্গলবার রাতে শহরের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার জোহরের নামাজের পর ডিবøক জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে উপশহর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
জানাজায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, উপশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাবেক চেয়ারম্যান কাজী আজগার হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা রেজাউল হক বিন্দু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এবি এম আক্তারুজ্জামান, জেলা ফুটবল দলের কোচ আব্দুল হালিম, জেলা যুবলীগের সদস্য সৈয়দ মুনসুর আলম, অ্যাডভোকেট সেলিম রেজা ময়না, সি-বøকেবর মেম্বার আরিফুজ্জামান সবুজ, ডি-বøকের মেম্বার হাবিবুর রহমান টমাস প্রমুখ।
তার মৃত্যুতে জেলা ক্রীড়া সংস্থার পক্ষে সাধারণ সম্পাদক ইয়াকুব কবির গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতি তিনি মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া তিনি জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সৈয়দ মাসুদ মোহাম্মদ সাথীর বোন সেতারা বানুর মৃত্যুতে শোক জানিয়েন।