নিজস্ব প্রতিবেদক
যশোরে এক নারীকে (১৯) ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান রকি (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার সকালে ভুক্তভোগী নারী কোতয়ালি থানায় মামলাটি করেছেন। অভিযুক্ত রকি ঘোপ বেলতলা বউ বাজার এলাকার শাহিনের বাড়ির ভাড়াটিয়া আহাদ আলীর ছেলে। এর আগে গত মঙ্গলবার রকিকে ৪৫ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় আলাদা একটি মামলা হয়েছে।
ওই নারী এজাহারে উল্লেখ করেছেন, তিনি যশোরের একটি ব্যাগের কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করেন। তার দেড় বছরের একটি ছেলে আছে। তিনি শহরের একটি রোডের বাড়িতে ভাড়া থাকেন। বছর খানেক আগে দড়াটানায় গরীব শাহ্ মাজারে আসামির সাথে তার পরিচয় হয়। এরপর থেকে আসামি তাকে নানাভাবে উত্যক্ত এবং কুপ্রস্তাব দিতো। তিনি রাজি না হওয়ায় তাকে বিভিন্ন প্রলোভন দেখাতো এবং ফুসলাতো। গত ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে তিনি খাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে আসামি তার ভাড়াবাড়িতে যায় এবং দরজা ধাক্কা দিতে থাকে। তিনি প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য দরজা খুললে আসামি তার ঘরে ঢোকে এবং জোরপূর্বক ধর্ষণ করে। তিনি চিৎকার দিতে চাইলে আসামি বিভিন্ন ভয়ভীতি দেখায় এবং ঘর থেকে দ্রæত চলে যায়। পরে তিনি নিকটজনদের সাথে আলোচনা করে থানায় অভিযোগ করেছেন।