নিজস্ব প্রতিবেদক : ব্যারিস্টার আব্দুস সাত্তার সিকদার (৫০) নামে এক ভূমি কর্মকর্তার মূল্যবান হাতঘড়ি, নগদ টাকা ও মোবাইল ফোনসেট চুরির অভিযোগে তার ব্যক্তিগত ৫ পরিচারকের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। ব্যারিস্টার আব্দুস সাত্তার সিকদার ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাটি গ্রামের মৃত আজাহার আলী সিকদারের ছেলে। বর্তমানে তিনি ঢাকার ভূমি ভবনের ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের ডেপুটি ডিরেক্টর।
আসামিরা হলো, ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী গ্রামের হাসিব (২৫), রাজাপুর উপজেলার নৈকাটি গ্রামের মৃত চেরাগ আলী সিকাদারের ছেলে কাদের সিকদার (৪৮), মৃত আব্দুর রউফ হাওলাদারের ছেলে রাজা মিয়া (৪০), ইস্কান্দারের ছেলে শহিদুল ইসলাম (৪৫) এবং মিল্লাত হোসেনের মেয়ে চন্দ্রিমা আক্তার রিমা (৩৫)।
এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা তার ব্যক্তিগত পরিচারক। গত ১৩ সেপ্টেম্বর তাদের নিয়োগ দেন। এরপর গত ১৯ সেপ্টেম্বর রাতে তাদের নিয়ে যশোর সার্কিট হাউজের তিস্তা নামে একটি কক্ষে অবস্থান করেন। ওই রাত থেকে পরদিন ভোর পর্যন্ত যে কোনো সময় আসামিরা তার পকেট থেকে নগদ ২০ হাজার টাকা, ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি হাতঘড়ি ও একটি এনড্রয়েড ফোনসেটসহ ২ লাখ ২৮ হাজার টাকা মূল্যের জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। তিনি ওই ভবনের সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ দেখে বিষয়টি জানতে পারেন। পরে তিনি বুধবার সকালে কোতয়ালি থানায় মামলা করেন।