Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ফেনসিডিলে মামলায় একজনের যাবজ্জীবন

এখন সময়: রবিবার, ১১ মে , ২০২৫, ০৬:৩২:১৭ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরে ফেনসিডিলের মামলায় নুরউদ্দিন নুরা নামে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়েছে। পাশাপাশি তাকে অর্থদণ্ডের আদেশও দিয়েছেন আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত নুরউদ্দিন বেনাপোলের মহিষাডাঙ্গা গ্রামের গোলাম হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পিপি শ্যামল কুমার মজুমদার।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর র‌্যাব-৬ যশোরের সদস্যরা বেনাপোলের মহিষাডাঙ্গা গ্রামে অভিযান চালান। এ সময় একটি হলুদ ক্ষেতের ভেতর থেকে নুরদ্দিন নুরাকে আটক ও তার কাছ থেকে ৬৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা করেন র‌্যাবের ডিএডি জিএম নকিবুল আলম। মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ৩০ অক্টোবর এসআই মতিউর রহমান আসামি নুরউদ্দিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি নুরউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত নুরউদ্দিন কারাগারে আটক আছে। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)