নিজস্ব প্রতিবেদক, নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী এলাকার হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয় বাস্তবায়ন কমিটির সদস্য, শিক্ষানুরাগী সমাজসেবক আজিজুল হক (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার মাগরিব বাদ জানাজা শেষে পেড়লী উত্তরপাড়া মাদরাসা চত্বরে তাকে দাফন করা হয়েছে। এর আগে ওইদিন বিকেলে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পেড়লী গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এলাকাবাসী জানিয়েছেন, আজিজুল হক হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয় বাস্তবায়ন কমিটির সদস্য ছাড়াও পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। এছাড়া মধ্যপেড়লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এবং ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সদস্য ছিলেন। শিক্ষার প্রতি ছিল তার অকৃত্রিম ভালোবাসা।
তার মৃত্যুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির বর্তমান ও সাবেক সভাপতি, সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারী ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক জানিয়েছেন।