Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

এখন সময়: রবিবার, ১১ মে , ২০২৫, ০৭:৩৩:১২ পিএম

 

ফরহাদ খান, নড়াইল : নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এছাড়া আলোচনাসভা, কবিতাপাঠের আসর, পৌরাণিক যাত্রাপালাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। গৌরী-সুরেন্দ্র সাংস্কৃতিক পর্ষদের উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুরেন্দ্রনাথ বকসীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি। 

বিশেষ অতিথি ছিলেন, মাইজপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান, অ্যাডভোকেট রবীন্দ্রনাথ বিশ্বাস, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল কুমার, নিখিল ভৌমিক, প্রতুল বিশ্বাস, শিক্ষক এম এম মনিরুজ্জামান, কবি ওহিদুজ্জামান, নিত্য গোপাল, সুভাষ চন্দ্র বিশ্বাস, সুনীল রায়, সাহিত্যিক কানাইলাল বিশ্বাস, বিদ্যুৎ স্যানাল, প্রধান শিক্ষক কার্তিক গোলদার, প্রণব মৈত্র, সুষেন সরকার, মনিকা একাডেমির পরিচালক চিত্রশিল্পী সবুজ সুলতানসহ অনেকে।

এছাড়া অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াত গৌরী-সুরেন্দ্র দম্পতির সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক চিত্রশিল্পী সুশান্ত অধিকারী, চিত্রশিল্পী বলদেব অধিকারী, যাত্রাশিল্পী শংকর অধিকারী, শ্যামাকান্ত অধিকারী, শোভারানী টিকাদার ও বিপদভঞ্জন অধিকারী।

আয়োজকরা জানান, গৌরী-সুরেন্দ্র সাংস্কৃতিক পর্ষদের উদ্যোগে তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের ১৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।  সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র ছাড়া দু’টি বই, ডায়েরি, কলম, কলেজ ব্যাগসহ অন্যান্য উপকরণ দেয়া হয়। এছাড়া গৌরীবালা অধিকারীর দ্বিতীয় প্রয়াণ দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে রাত অবধি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)