নড়াইল পৌর প্রতিনিধি: নড়াইলে শ্রী শ্রী হরিগুরু চাঁদ মতুয়া মিশনের নবনির্বাচিত জেলা কমিটির পরিচিতিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১২ টার দিকে মহিষখোলা শরীফ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মতুয়া মিশনের উপদেষ্টা সাংবাদিক অশোক কুন্ডুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি অসীম পাল, সাধারণ সম্পাদক অসীম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তপন শিকদার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিন্টু বিশ্বাস, বাসুদেব পাল, অর্থ বিষয়ক সম্পাদক অশীত মজুমদারসহ সংগঠনটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।