Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুবিতে আন্তঃডিসিপ্লিন বিতর্ক প্রতিযোগিতা শুরু

এখন সময়: রবিবার, ১১ মে , ২০২৫, ০৫:৩৪:৪৯ এম

খুলনা প্রতিনিধি : সোমবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আন্তঃডিসিপ্লিন বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। 

বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উপলক্ষ্যে এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের অধীনে পরিচালিত এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস ক্লাব এ প্রতিযোগিতা আয়োজন করেছে।

ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবদুল্লাহ হারুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। এসময় বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী, এ্যাওয়ারনেস ক্লাবের সদস্য ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২০টি দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবদুল্লাহ হারুন চৌধুরী। প্রতিযোগিতায় বিচারকমÐলী হিসেবে দায়িত্ব পালন করছেন অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মুন্নুজাহান আরা, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর সেহেরীশ খান। প্রতিযোগিতার চ‚ড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আগামী ০৫ সেপ্টেম্বর।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)