মাগুরা প্রতিনিধি : মাগুরায় বহুমুখী মানবকল্যাণ সংস্থা ও সমাজসেবার উদ্যোগে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কম্পিউটার ও ড্রাইভিং দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ ১৭৭ জন প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেয়া হয়েছে।
শনিবার সকালে শহরের সৈয়দ আতর আলী সড়কে বহুমুখী মানবকল্যাণ সংস্থার কার্যালয়ে এ সনদ বিতরণ করা হয়। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেখ আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, বিশেষ অতিথি ছিলেন বহুমুখী মানবকল্যাণ সংস্থার নির্বাহী চেয়ারম্যান আহমেদ পিপুল, ডাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. সাইফুল হক, বহুমুখী মানবকল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ সাইফুল্লাহ, সংস্থার নির্বাহী সদস্য জেসমিন জাহান মুন,মনিরুল ইসলাম সাগর,বহুলুল কবীর,শিলা বিশ্বাস, তনয় চক্রবর্তী প্রমুখ।
বহুমুখী মানবকল্যাণ সংস্থার সমন্বয়কারী শিলা বিশ্বাস জানান, মাগুরার দুস্থ, বিধবা, স¦ামী পরিত্যক্ত ও হতদরিদ্র জনগোষ্ঠীকে কর্মসংস্থানমূলক কাজের প্রশিক্ষণের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে বহুমুখী মানবকল্যাণ সংস্থা ও সমাজসেবার উদ্যোগে কম্পিউটার ও ড্রাইভিং এ ১৭৭ জন প্রশিক্ষণার্থী দীর্ঘ প্রশিক্ষণ শেষে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় উত্তীর্ণদের হাতে সদন তুলে দেয়া হয়। যার মধ্যে কম্পিউটারে রয়েছেন ১৫৩ জন ও ড্রাইভিং এ রয়েছেন ২৪ জন।