Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোরেলগঞ্জে প্রবীণ সাংবাদিক জামাল শরীফের স্মরণসভা

এখন সময়: রবিবার, ১১ মে , ২০২৫, ১২:৫৬:১৫ পিএম

 

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ক্রীড়া সংগঠক জামাল শরীফের স্মরণসভা ও দোয়া মাহফিল হয়েছে। রোববার বিকেল ৩টায় মোরেলগঞ্জ প্রেসক্লাব স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

স্মরণসভায় সভাপতিত্ব করেন  প্রেসক্লাব সভাপতি বিএম রফিকুল ইসলাম মাসুম। বক্তব্য রাখেন মোরেলগঞ্জ থানা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শরীফ, সাবেক সভাপতি মেহেদী হাসান লিপন, সাংবাদিক রাজিব আহসান রাজু, সাংবাদিক গনেশ পাল, সাংবাদিক এইচ, এম শহিদুল ইসলাম। সভাশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বীরমুক্তিযোদ্ধা হাফেজ মো. ইউনুসুর রহমান।

উল্লেখ্য, প্রবীণ সাংবাদিক জামাল শরীফ গত মঙ্গলবার সন্ধা ৭টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)