চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় হাফেজ রবিউল ইসলাম রুবেল (২৬) ও হযরত আলী
(৩০) নামে দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮জুন) দুপুরে এ ঘটনায় চৌগাছা
একটি অপমৃত্যু মামলা হয়েছে। বুধবার (০৭জুন) রাতে চৌগাছা-যশোর সড়কের
নিমতলা নামকস্থানে এ ঘটনা ঘটে।
নিহত রুবেল যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের খিতিবদিয়া গ্রামের আতর
আলীর ছেলে ও হাফেজ হযরত আলী পাবনা জেলার আতায়কুলা উপজেলার গঙ্গারামপুর
গ্রামের আব্দুস শুকুরের ছেলে। তার পিতা যশোর সিএমএইচে চাকরি করার সুবাদে ২০/২২ বছর ধরে তারা নিউ শানতলা এলাকায় বসবাস করতেন। তারা দুই জন স্থানীয়
একটি হাফিজিয়া মাদ্রাসা থেকে সবেমাত্র হাফেজিয়া পড়া শেষে করেছেন।
থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার ৭ জুন রাতে তারা একটি মোটর সাইকেলযোগে চৌগাছা উপজেলার বারুইহাটি গ্রামে হাফিজুর রহমান (কুয়াকাটা) হুজুরের মাহফিলে আসছিলো। পথে মধ্যে চৌগাছা-যশোর সড়কের নিমতলা নামক স্থানে
পৌঁছালে এ দুর্ঘটনার কবলে পড়ে তারা। এতে ঘটনাস্থলে মারা যায় হাফেজ রবিউল
ইসলাম রুবেল। মারাত্মক আহত হযরত আলীকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা হাসপাতালে
নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেয়ার
পথে সে মারা যায়। বৃহস্পতিবার ৮ জুন বিকেলে জানাজা শেষে রবিউল ইসলামকে
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের খিতিবদিয়া গ্রামে ও হযরত আলীকে
পাবনা জেলার আতায়কুলা উপজেলার গঙ্গারামপুর গ্রামের বাড়িতে দাফন করা হয়।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।