মাগুরা প্রতিনিধি : বিএনপি কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির আওতায় মাগুরা জেলা বিএনপি বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত মাগুরা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে অবস্থান কর্মসূচি পালন করে। আওয়ামী সরকারের বিদ্যুৎ খাতে দুর্নীতি, দেশব্যাপী চরম লোডশেডিং ও বিদ্যুৎকেন্দ্র বন্ধের প্রতিবাদে বিএনপি এ কর্মসূচি ঘোষণা করে। অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপির আহবায়ক আলী আহাম্মদ, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহবায়ক ফারুকুজ্জামান ফারুক, সদর উপজেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক মাসুদ খান কিজিল, বিএনিপি নেতা সৈয়দ রফিকুল ইসলাম তুষার, জেলা যুবদলের সভাপতি অ্যাড, ওয়াসিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মদ, যুগ্ম সম্পাদক সৈয়দ মাহবুব আলী মিল্টন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান তিতাশ কর্মসূচিতে বক্তব্য রাখেন।
ঘন্টাব্যাপী এ অবস্থান কর্মসূচিতে ব্যাপক সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।