পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার ভুবনমোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কান ধরে উঠিয়ে গলাধাক্কা দিয়ে বের করে দেয়ার প্রতিবাদে সভাপতির বিরুদ্ধে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি গোপাল চন্দ্র ঘোষ। বক্তব্য রাখেন, পাইকগাছা মাধ্যমিক শিক্ষক সমিতির সহসভাপতি রহিমা আক্তার সম্পা, সঞ্জয় কুমার মণ্ডল, মধু সুদন সরকার, শেখ আব্দুর রহমান, মো: শহিদুল ইসলাম, দীপংকর কুমার দত্ত, দীপক কুমার সরকার, অজ্ঞলী রানী শিল, নারায়ষ চন্দ্র শিকারী, মৃনাল কাস্তি রায়, মোহা: আমিনুর রহমান, সুধাংমু মণ্ডল, কার্তিক চ্যদ্ধির নরকার, মো; আজিজুর রহমান, মো: মহিবুল্লাহ, জালাল উদ্দিন, গৌতম কুমার ঘোষ, মো: সাঈদ মনোয়ার, পলাশ কান্তি মজুমদার প্রমুখ। অধিকাংশ প্রধান শিক্ষক উপস্থিত থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাকে সভাপতি পদ থেকে অব্যহতি না দিলে কঠোর কর্মসূচি নেয়ার ঘোষণা দেন। পরে তারা ব্যানার যোগে মিছিল সহকারে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যান এবং তার সাথে সাক্ষাৎ করেন। আগামী রোববার স্মারক লিপি প্রদানসহ আল্টিমেটাম দেবেন বলে তারা জানান।