নিজস্ব প্রতিবেদক: যশোর পলিটেকনিক প্রাক্তনীর উদ্যোগে মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বৃহস্পতিবার সকালে বৃত্তি প্রদান করা হয়েছে। কলেজের অডিটোরিয়ামে বৃত্তি প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২১ জন শিক্ষার্থীর মাঝে প্রদান করা হয় ৬৩ হাজার টাকা।
অনুষ্ঠানে অতিথিরা বলেন পলিটেকনিক ইন্সটিটিউটে অনেক মধ্যবিত্ত, নি¤œবিত্ত পরিবারের মেধাবী সন্তানরা লেখাপড়া করে। তাদের পরিবারের পক্ষে লেখাপড়ার খরচ বহন করা কষ্টকর হয়ে পড়ে। এসব শিক্ষার্থীর কথা বিবেচনা করে বৃত্তি প্রদান কার্যক্রম শুরু করা হয় ২০২০ সালে। যাতে তারা স্বাচ্ছন্দ্যে লেখাপড়া করতে পারে। সেই ধারাবাহিতায় এই বৃত্তি প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন যশোর পলিটেকনিক কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আজিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন আইডিইবির যশোর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন।
পলিটেকনিক প্রাক্তনীর সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইদরীস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পলিটেকনিক প্রাক্তনীর প্রধান উপদেষ্টা আলিমুজ্জামান তালু, সাধারণ সম্পাদক জহুরুল হক মুন্সী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, আইডিইবির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ পলিটেকনিক ইন্সটিটিউটের সভাপতি ইস্কেন্দার ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন যশোর পলিটেকনিক ইন্সটিটিউটের ইন্সটেক্টর সিরাজুল ইসলাম ও কানিজ ফাতেমা।