ক্রীড়া প্রতিবেদক: বুধবার যশোর দ্বিতীয় বিভাগ (টায়ার-১) ক্রিকেট লিগের ২ টি রেলিগেশন ম্যাচ হয়েছে। জয় পাওয়ায় দ্বিতীয় বিভাগ (টায়ার-১) টিকে গেলো অমৃত বাজার ইয়াং স্টার ক্লাব ও যশোর বয়েজ ক্লাব। পরাজিত হয়ে দ্বিতীয় বিভাগে নেমে গেলো আর্ডেন্সী স্পোর্টিং ক্লাব ও ইয়াং আর এন রোড। সদরের উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় অমৃত বাজার ইয়াং স্টার ক্লাব ৫ উইকেটের ব্যবধানে পরাজিত করে আর্ডেন্সী স্পোর্টিং ক্লাবকে। আর্ডেন্সী স্পোর্টিং ক্লাব প্রথমে ব্যাট করে নির্ধারিত ২৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান করে। তাদের শিমুল অপরাজিত ৪৩, তাহসিন ২৫, অলিভ ২২, রায়হিন ১৮, রিফাত অপরাজিত ১৪ ও জাহিদ ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৩৩ রান। দলের পক্ষে স্বাধীন ও রায়হিন উভয়ে ২ টি উইকেট পান। জবাবে,২২ ওভার ৩ বলে ৫ উইকেট হারিয়ে জয় পায় অমৃত বাজার ইয়াং স্টার ক্লাব। তাদের আজাদ হিমেল ৯ টি ছক্কা ও ১০ টি চারে একাই করেন ১০৬ রান। এছাড়া অলিব ১৪, হরি ১৩ ও সীজান অপরাজিত ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৭ রান। তাদের ফরহাদ হোসেন ২ টি উইকেট নেন।দিনের অপর খেলায় যশোর বয়েজ ক্লাব ৩ উইকেটের ব্যবধানে হারায় ইয়াং আর এন রোডকে। ইয়াং আর এন রোড প্রথমে ব্যাট করে নির্ধারিত ২৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে। তাদের আশিকুর রহমান ৮৭, মাহামুদুল হাসান ২৭, মাহিনুর রহমান ২২ ও অলিদ আহমেদ আদর অপরাজিত ১৬ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৫ রান। দলের পক্ষে আসিফ ও মাহামুদুল হাসান ২ টি করে উইকেট নেন। জবাবে, ২২ ওভার ৫ বলে ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে যশোর বয়েজ ক্লাব। দলীয় রানের মধ্যে রাকিবুল ৪৮, অরুপ ৩৬, রোহান ৩২, রাফিদ হাসান ২৫ , রাদিত অপরাজিত ১৪ ও সঞ্চয় ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২১ রান। দলের পক্ষে মনি ও কল্লোল উভয়ে একটি করে উইকেট নেন। আজ লিগের ফাইনালে মুখোমুখি হবে চৌগাছা ক্রিকেট ক্লাব ও ইয়াং ড্রাগন মার্শাল আর্ট।