Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে গৃহবধূর আত্মহত্যা প্ররোচনা মামলা, স্বামীসহ আসামি ৩

এখন সময়: রবিবার, ১১ মে , ২০২৫, ০৭:৫৫:০৩ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: মণিরামপুরের কামালপুর গ্রামের গৃহবধূ সোহান আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামীসহ তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার সোহানার পিতা ঝিকরগাছার রঘুনাথনগর গ্রামের তোতা মোড়ল বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামিরা হলো, কামলাপুর গ্রামের কালু স্ত্রী মর্জিনা খাতুন ও তার ছেলে রমাজান হোসেন বাবু এবং আব্দুল মজিদের স্ত্রী বানু খাতুন।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ১৫ জুন আসামি রমজান হোসেনের সাথে পারিবারিক ভাবে সোহানাকে বিয়ে হয়। বিয়ের পর সোহানার পরিবার দেড় লাখ টাকার সাংসারিক মালামাল দেয়। কিছুদিন যেতে না যেতে ১ লাখ টাকা যৌতুক দাবি করে সোহানার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করে স্বামীসহ অন্যরা। বিষয়টি সোহান তার পিতার বাড়িতে জানালে রমজান হোসেনকে যৌতুকের দাবি ত্যাগ করে সংসারে মনযোগী হওয়ার অনুরোধ করা হয়। গত ১০ মে সোহানার শ্বশুর বাড়ি থেকে ফোনে জানায় তার অবস্থা খারাপ, খুলনা মেডিকেলে ভর্তি আছে। সোহানার পিতাসহ অন্যরা এদিন হাসপাতালে যেয়ে তাকে মৃত অবস্থায় পায়। পরে তিনি জানতে পারেন যৌতুকের টাকা দিতে ব্যর্থ হওয়ায় আসামিদের প্ররোচনায় সোহানা ২ মে কীটনাশক পান করলেও বিষয়টি তার স্বামীসহ অন্যরা গোপন করে রাখে। সোহানার মৃত্যুর পর বিষয়টি জানানো হয় তার পিতার বাড়িতে। এ ঘটনায় থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)