Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে পারভেজ হত্যা চেষ্টা মামলায় ৭ জন অভিযুক্ত

এখন সময়: রবিবার, ১১ মে , ২০২৫, ১০:৩৫:০৩ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার ইয়াছিন আরাফাত ওরফে পারভেজকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার ঘটনায় ৭ চোরাকারবারীকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ।  মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই তাপস মন্ডল।

অভিযুক্তরা হলো, শহরের রেলগেট তেঁতুলতলা ইসমাইল কলোনীর মৃত ফারুক হোসেনের ছেলে কুদরত আলী, বিটুর ছেলে আলম, শাহ আলমের ছেলে জুয়েল ও শাওন ওরফে পটকে শাওন, রেলগেট চোরমারা দিঘিরপাড় এলাকার গোলদারের ছেলে নাদিম, চাঁচড়া মুজিবপাড়া কলোনীর লিটার সামাদের ছেলে মানিক এবং শংকরপুর কাজীপাড়ার খালিদের ছেলে ইমন।

মামলার অভিযোগে জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি ভোরে রেলগেট তেঁতুলতলা ইসমাইল কলোনিতে কুদরত আলীর বাড়ির সামনে দিয়ে চোরাই মালামাল নিয়ে যাচ্ছিলো আসামিরা। এ সময় সেখান দিয়ে যাওয়ার সময় ঘটনাটি দেখে ফেলেন রেলগেট পশ্চিমপাড়ার বাসিন্দা ইয়াছিন আরাফাত ওরফে পারভেজ। তিনি বিষয়টি কোতয়ালি থানার পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে আসলে চোরাকারবারিরা চোরাই মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে পারভেজ বাড়ি ফেরার পথে পুলিশকে তথ্য দেয়ার অভিযোগে আসামিরা তাকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে। এ ঘটনায় পারভেজ নিজেই কোতয়ালি থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় ওই ৭ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)