Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে তিন বছর সংসার করার পর বিয়ে অস্বীকার, ধর্ষণ মামলায় যুবক আটক

এখন সময়: সোমবার, ১২ মে , ২০২৫, ০৫:২৭:২৭ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: তিন বছর এক সাথে থাকার পর বিয়ে অস্বীকার করায় যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়েছে। পুলিশ ধর্ষণের অভিযোগে নাহিদ হাসান বাধন নামে এক যুবককে আটক করেছে। নাহিদ হাসান বাধন যশোর সদরের নালিয়া পূর্বপাড়ার মোহাম্মদ আলীর ছেলে। শনিবার রাতে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। রোববার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২২ সালে শহরের একটি স্কুলে ১০ শ্রেণিতে লেখাপড়ার সময় নাহিদের সাথে তার পরিচয়।  ২০২২ সালের ১০ ডিসেম্বর ওই তরুনীকে জেসগার্ডেন পার্ক এলাকায় ফুসলিয়ে নিয়ে যায় নাহিদ। এরপর তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এরপর নাহিদ ওই তরুণীকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে বাহাদুরপুর বাঁশতলায় ভাড়া বাড়িতে বসবাস শুরু করে। এসময় নাহিদকে বিয়ের কথা বললে আজ না কাল বলে ঘুরাতে থাকে। একপর্যায়ে ওই তরুণীকে তার পিতার বাড়ি পাঠিয়ে দেন নাহিদ।

চলতি বছরের ২ মে ওই তরুণী নাহিদের গ্রামের বাড়িতে গিয়ে বিয়ের দাবি জানায়। নাহিদ তাকে বিয়ে করবে না বলে মারপিট করে তাড়িয়ে দেয়। হাসপাতালে চিকিৎসা শেষে তরুণী শনিবার রাতে কোতয়ালি থানায় মামলা করেন। থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে নাহিদকে আটক করেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)