নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণের সিদ্ধান্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে আনন্দ মিছিল ও শোকরানা সমাবেশে যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, জুলুম যত শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত তার পতন অনিবার্য। আজ আমরা দেখলাম, সেই সরকারের অবনতি ঘটেছে। তারা এখন নিষিদ্ধ, বিতাড়িত। আমাদের সংগঠনের নিবন্ধন বাতিল করেছিল যারা, আজ আল্লাহর কুদরতে তারা নিজেরা মাটিতে মিশে গেছে।
রোববার জামায়াতে ইসলামী শহর শাখা আয়োজিত শোকরানা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে শহর শাখার সভাপতি অধ্যাপক শামছুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সেক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিকি, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মনিরুজ্জামান, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন, সদর উপজেলা আমির অধ্যাপক আশরাফ আলী, অধ্যাপক আব্দুল হক, মাওলানা ইসমাইল হোসেন, গাজী মুকিতুল হক প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি ইমরান হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, দেশের ইতিহাসে আওয়ামী লীগ যে দমন-পীড়ন চালিয়েছে, তার প্রতিবাদে এবং ইসলামী আন্দোলনের শহিদদের রক্তের ঋণ শোধের এই দিনটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আওয়ামী লীগ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, ইসলামপন্থী রাজনীতি এবং আলেম সমাজের ওপর বারবার আঘাত হেনেছে। পতিত স্বৈরাচার সরকারের শাসনামলে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ফাঁসি, গ্রেপ্তার এবং হত্যার ঘটনা ঘটেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বিচার ও ফাঁসির ঘটনা এদেশের ইতিহাসে এক কালো অধ্যায়।
সমাবেশে শেষে শোকরানা মিছিল শহর প্রদক্ষিণ শেষে খুলনা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।