পাটকেলঘাটা প্রতিনিধি : সাতক্ষীরার তালার ঘোনা গ্রাম থেকে ১৮টি গাঁজা গাছসহ অসিত বিশ্বাস নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অসিস বিশ্বাসের বাড়ির পেছন থেকে গাঁজা গাছগুলো উদ্ধার করা হয়। তালা থানার উপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ও রাজিব সরদারের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে গাঁজার গাছ উদ্ধার করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, গাঁজা গাছসহ আটক অসিত বিশ্বাস নামে এক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।