Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দেবহাটায় নতুন ১১ পুলিশ সদস্যকে সংবর্ধনা

এখন সময়: রবিবার, ১১ মে , ২০২৫, ০২:০৯:৩৯ পিএম

 

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটা উপজেলা থেকে নতুন ১১ পুলিশ সদস্যকে সংবর্ধনা দিয়েছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ। সোমবার সকাল সাড়ে ১১টায় দেবহাটা থানা কক্ষে নিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্য ও তাদের পরিবারের অভিভাবকদের উপস্থিতিতে ফুলের শুভেচ্ছা প্রদান এবং মিষ্টিমুখ করানো হয়।

এসময় দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই শেখ গোলাম আজম, এসআই মাহাবুর রহমান, সাংবাদিক আর.কে.বাপ্পা, সাংবাদিক কে.এম রেজাউল করিম এবং নতুন নিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্য সুশীলগাতী গ্রামের আকবর আলীর ছেলে মাহাবুর আলম, হিরারচক গ্রামের আহম্মদ আলী গাজীর ছেলে সাইফুল ইসলাম, রতেœশ্বরপুর গ্রামের সুরেন্দ্রনাথ সরকারের ছেলে অভিজিত সরকার, ভাতশালার ফিরোজ গাজীর ছেলে ফারুক হোসেন, দক্ষিণ কুলিয়া গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে হাসানুল বান্না, মাঘরী গ্রামের এসএম জাকির হোসেনের ছেলে তানভীর হোসেন, টাউনশ্রীপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সোহান আলী, একই এলাকার মনিরুল ইসলামের ছেলে আল মামুন, খলিশখালী এলাকার আব্দুল কাদেরের ছেলে সাব্বির আহম্মেদ, পূর্ব কুলিয়া গ্রামের পবিত্র মন্ডলের মেয়ে তৃষা মন্ডল ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় ওসি শেখ ওবায়দুল্লাহ নিয়োগপ্রাপ্ত সকলকে আন্তরিকতার সাথে পুলিশী নিয়মনীতি মেনে দেশের সেবায় কাজ করার আহবান জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)