নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধে বাজারে ইউএনওর অভিযান

এখন সময়: বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০১:২৩:৪২ এম

 দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী উপজেলার বিভিন্ন বাজার নিয়মিত পরিদর্শন করছেন। পরিদর্শণের সময় জিনিসপত্রের দাম নির্ধারণ করে দিচ্ছেন। নির্ধারিত দামের বেশী নিলে  আইনানুগ ব্যবস্থা নেয়ার ব্যাপারে সতর্ক করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী উপজেলার কুলিয়া, পারুলিয়া ও সখিপুর বাজারসহ বিভিন্ন বাজারে সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। তিনি নিত্যপণ্যের দাম সরকার নির্ধারিত দামে বিক্রয় করার জন্য নির্দেশনা জারির সাথে সাথে বিভিন্ন পণ্যের দাম নির্ধারণ করে দিয়ে আসছেন। তিনি বিভিন্ন বাজারে তদারকির মাধ্যমে যদি কেউ বেশি দামে মালামাল বিক্রয় করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।