Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে শিক্ষা প্রতিষ্ঠানে গণহত্যা দিবস পালিত

এখন সময়: রবিবার, ১১ মে , ২০২৫, ০৭:৩৬:১৭ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গণহত্যা দিবস পালিত হয়েছে। শনিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এসব কর্মসূচির মধ্যে ছিল দেয়ালিকা উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

সরকারি মাইকেল মধুসূদন কলেজ

শনিবার সকালে আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী, বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর এসএম শফিকুল ইসলাম, প্রফেসর শিরিনা খাতুন, সহযোগী অধ্যাপক নীতিশ কর্মকার, সহকারী অধ্যাপক আহসান মোহাম্মদ ইকরামুল কবীর, প্রভাষক জান্নাত আরা প্রমুখ। এর আগে শেখ রাসেল দেয়ালিকার উদ্বোধন করা হয়।

সরকারি মহিলা কলেজ

কলেজটিতে দিবসটির আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক মাহবুবুল হক খান ও অনুষ্ঠানের আহবায়ক নাসিরুল ইসলাম বিশ^াস। অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ^াসের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক রেজভী জামান, সহযোগী অধ্যাপক মাহবুবা আখতার ছন্দা প্রমুখ। আলোচনা সভার পর দেয়ালিকার উদ্বোধন করা হয়।

শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ

দিবসটির আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা বোর্ডের সাবেক উপসচিব বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক। অধ্যক্ষ প্রফেসর শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তভ্য রাখেন প্রভাষক কল্যাণ সরকার, অভিভাবক সদস্য মোশারেফ হোসেন প্রমুখ। আলোচান সভা শেষে শহিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

জিলা স্কুল

স্কুলটিতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল। প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রভাতী শাখার প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমান, দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মহিউদ্দীন প্রমুখ। আলোচনাসভা সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান।

হামিদপুর আল হেরা কলেজ

দিবসটির আলোচান সভায় প্রধান আলোচক ছিলেন উপাধ্যক্ষ সাইফুল ইসরাম তুহিন। অধ্যক্ষ মফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক সোনালী জোয়ারদার। দোয়া পরিচালনা করেন ইসলামি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক  মাওলানা আব্দুল হান্নান। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আশরাফ আলী। আলোচনা শেষে দোয়া মাহফিল হয়। সবশেষে ছিল প্রামাণ্য চিত্র প্রদর্শনী।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)