Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাগেরহাটে জাল দলিল, স্ট্যাম্প, সিলসহ প্রতারক আটক

এখন সময়: বুধবার, ২ জুলাই , ২০২৫, ০৯:১৭:৩১ এম

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপালে জাল দলিল, স্ট্যাম্প, নকল সিলসহ বিভিন্ন সরঞ্জামাদিসহ জালিয়াতি চক্রের  এক সদস্য এস এম আবু জাফর (৫৪)কে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার  বিকেলে রামপাল উপজেলার উজুলকুড় ফকিরবাড়ি থেকে তাকে আটক করে র‌্যাব-৬ এর সদস্যরা।
 আটকক্রিত ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সরকারি অফিসের ২৪টি সিলমোহর,২টি সিলপ্যাড, ২৩ টি ফাঁকা স্ট্যাম্প, ৯০টি কোর্ট ফি স্ট্যাম্প, ৮টি এসএ খতিয়ান এর কপি, ৪টি আরএস খতিয়ানের কপি, জমির বিভিন্ন  দলিলপত্র, ১টি মেমোরীকার্ড ২টি সীমকার্ড, একটি হাতঘরি ও নগদ ৮২০ টাকা জব্দ করে র‌্যাব সদস্যরা।এসএম আবু জাফর বাগেরহাট জেলার রামপাল উপজেলার উজলকুড় এলাকার মোঃ এবাদ আলী শেখের ছেলে। র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক মিডিয়া বজলুর রশীদ বলেন,  বিভিন্ন সরকারি অফিসের সীলমোহর নকল করে প্রতারণার মাধ্যমে মানুষের নিকট হতে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে অভিযান চালিয়ে এস এম আবু জাফরকে আটক করা হয়েছে। তার কাছ থেকে জালিয়াতি ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। মামলা দায়ের পূর্বক তাকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)