Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরের বাহাদুরপুরে বাংলাদেশ মতুয়া মহাসংঘের প্রতিবাদ সভা

এখন সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি , ২০২৬, ০৩:৪০:২১ এম

উৎপল বিশ্বাস, নেহালপুর : মণিরামপুরের বাহাদুরপুরে বাংলাদেশ মতুয়া মহাসংঘ যশোর জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা সাধারণ সম্পাদকের হরিমন্দিরে আয়োজিত ওই সভায় সম্মানিত অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আদিত্য মন্ডল। ওই প্রতিবাদ সভায় বাংলাদেশ মতুয়া মহাসংঘের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক চয়ন মন্ডল তার বক্তব্যে বলেন-উপজেলার গাবুখালী গ্রামের সাধন মল্লিক রনি নামের এক ব্যক্তি নিজেকে যশোর জেলার সভাপতি দাবি করে সাংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে চলেছেন। কিন্তু প্রকৃতপক্ষে মতুয়া মহাসংঘের জেলা সভাপতি পদে এখনো বর্তমান রয়েছেন কেশবপুর উপজেলার কালিচরণপুর গ্রামের অরবিন্দু মন্ডল। রনি নামের ওই ব্যক্তি আগে বাংলাদেশ মতুয়া মিশনের জেলা সম্পাদক থাকলেও এখন তিনি নিজেকে বাংলাদেশ মতুয়া মহাসংঘের সভাপতি দাবী করে গত ৯ জানুয়ারি মণিরামপুরের পাঁচাকড়ি হরিমন্দির সহায় পাগলের আশ্রমে হরিলীলামৃত স্কুল প্রতিষ্ঠার নামে সভা ডেকে বিভ্রান্তিমূলক ও মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি নিজ এলাকায় বিভিন্ন সময়ে ইউনিয়ন ভিত্তিক সভা করে চলেছেন যা মহাসংঘের নীতি বহির্ভূত। এ সকল ঘটনার প্রতিবাদ জানিয়ে বক্তারা ওই সভায় বক্তব্য দেন। সভায় শিক্ষক ও বাংলাদেশ মতুয়া মহাসংঘের শিক্ষা বিষয়ক সম্পাদক তারক চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন তারক ধামের উৎপল বাগচী, সুশান্ত মল্লিক, নিত্য বিশ্বাস, শিপ্রা মল্লিক, খোকন সরকারসহ মতুয়া ভক্তবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)