Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒যশোর বোর্ড কর্মকর্তাদের তিন বিদ্যালয়ে পরিদর্শন

ঝাউডাঙ্গা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ, দুটিতে সতর্ক

এখন সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি , ২০২৬, ০৩:৩৮:০১ এম

মিরাজুল কবীর টিটো: শিক্ষার গুণগতমান উন্নয়ন ও শিক্ষক শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে বুধবার যশোর ও সাতক্ষীরার তিনটি বিদ্যালয় হঠাৎ পরিদর্শন করেন যশোর শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। পরিদর্শনকালে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়। সতর্ক করা হয়েছে বাকি দুটি বিদ্যালয়কে। এতথ্য জানান বোর্ডের সচিব প্রফেসর এসএম মাহাবুবুল ইসলাম। বোর্ড সূত্র জানায়, বিদ্যালয় চলাকালীন সময়ে অনেক শিক্ষার্থী কোচিং মুখী হয়। শিক্ষকরা ঠিকমত বিদ্যালয়ে উপস্থিত থেকে ক্লাস নেন না। এজন্য শিক্ষার গুণগতমান উন্নয়ন ও শিক্ষক শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার জন্য বোর্ড থেকে পরিদর্শন শুরু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ও সাতক্ষীরার তিনটি বিদ্যালয় হঠাৎ পরিদর্শন করেন যশোর শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। বিদ্যালয় তিনটি হচ্ছে- যশোর নিউটাউন বালিকা বিদ্যালয়, সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বালিকা বিদ্যালয় ও ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়। পরিদর্শনকালে দুই থেকে তিনজন শিক্ষক ছুটির আগে বাইরে থাকায় নিউটাউন বালিকা বিদ্যালয়, সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সতর্ক করা হয়। শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়। ৫ কর্মদিবসে শোকজের জবাব দিতে বলা হয়েছে বলে জানান বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. কামরুজ্জামান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর এসএম মাহাবুবুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. কামরুজ্জামান। এ ব্যাপারে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন- আমরা তিনটি বিদ্যালয় পরিদর্শন করেছি। বিদ্যালয় পরিদর্শনকালে খোঁজ নিয়েছি শিক্ষক-শিক্ষার্থী সবাই উপস্থিত আছে কিনা। যারা উপস্থিত ছিলনা তাদের বিষয় নির্দেশনা দেয়া হয়েছে। প্রধান শিক্ষকদের বলা হয়েছে এমনটি হলে ভবিষ্যতে শোকজ করা হবে। আর একজনকে শোকজ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)