Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় রাস্তা নির্মাণকাজে ১৩ কালভার্ট কেটে ফেলায় অবর্ণনীয় দুর্ভোগ

এখন সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি , ২০২৬, ০৩:৩৮:২২ এম

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া পৌরসভার পালপাড়া থেকে মুরারিকাটি হাইস্কুল অভিমুখী আরসিসি রাস্তা নির্মাণের নামে একসাথে ১৩টি কালভার্ট কেটে ফেলে রাখা হয়েছে। এতে করে মানুষ ও যানবাহনের চলাচল ভীষণভাবে বিঘ্নিত হচ্ছে। গত তিন মাস ধরে এইরূপ কেটে ফেলা অবস্থায় কালভার্টগুলো পড়ে রয়েছে। ফলে এই সড়কের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীদের হাসপাতালে নেয়ার মতো যানবাহন এই পথে এখন চলাচল করতে পারছে না। গত তিন মাস ধরে রাস্তা নির্মাণ কাজের কোনো অগ্রগতি নেই। অথচ ১৩টি কালভার্ট কেটে ফেলে রাখা হয়েছে। কলারোয়া পৌরসভার প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, মুরারিকাটি পালপাড়া থেকে মুরারিকাটি হাটখোলা অভিমুখী ১.৭৫ কিলোমিটার আরসিসি রোড নির্মাণের কাজ ১৩ টি কালভার্ট কেটে ফেলার মধ্য দিয়ে শুরু হয়। এরপরে এগুলো ফেলে রাখা হয়। যদি পর্যায়ক্রমে কালভার্টগুলো কাটা হতো তাহলে মানুষের চলাচলে এতো বিঘ্ন ঘটতো না। এছাড়া প্যালাসাইডিং ও কালভার্ট নির্মাণ কাজে অনুমোদিত নকশা অনুসরণ করা হচ্ছে না বলে জানা যায়। এমনকি কাজ শুরুর আগে বিদ্যুতের খুঁটি সরানোর কথা থাকলেও তা করা হয়নি। এছাড়া নির্মাণসামগ্রীও মানসম্মত নয় বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। সম্প্রতি এলাকাবাসীর পক্ষে একটি আবেদনপত্রও সংশ্লিষ্ট দপ্তর ও কলারোয়া প্রেসক্লাবে পাঠানো হয়। বুধবার সরেজমিনে পরিদর্শন করে কালভার্ট কেটে ফেলে রাখার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। দেখা যায়, এই সড়কে চলাচল করতে মানুষ অবর্ণনীয় দুর্ভোগ মোকাবেলা করছেন। এলাকাবাসী চাইছেন, যথাযথ নিয়ম অনুসরণ করে উন্নতমানের সামগ্রী দিয়ে নির্মাণকাজটি দ্রুত সম্পন্ন করা হোক। এ বিষয়ে পৌরসভার প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, ইতোমধ্যে ঠিকাদার এই কাজ আবার শুরু করেছেন। এই কাজটি যত দ্রুত সম্ভব শেষ হয় তার জন্য তারা তৎপর রয়েছেন। কাজটি শেষ হতে আরও কতো সময় লাগতে পারে-এমন প্রশ্নের জবাবে প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, কাজটি আগামী ১১ জুনের মধ্যে শেষ হওয়ার কথা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)