Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় দুটি আসনে ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৪

এখন সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারি , ২০২৬, ০৯:৪১:০৬ এম

মাগুরা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরার দুটি আসনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। ৪ প্রার্থীর মনোনয়ন ত্রুটিপূর্ণ থাকায় বাতিল হয়েছে। মাগুরা-১ আসনে বৈধ হওয়া ৮ প্রার্থীরা হলো বিএনপি মনোনীত মনোয়ার হোসেন খান, জামায়াত ইসলামী বাংলাদেশের আব্দুল মতিন,গণ অধিকার পরিষদের ডাক্তার খলিলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ নাজিরুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের শম্পা বসু,বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন,জাতীয় পার্টির মোঃ জাকির হোসেন মোল্লা ও খেলাফত মজলিসের মোঃ ফয়জুল ইসলাম। অপরদিকে,মাগুরা-২ আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। এরা হলো বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. নিতাই রায় চৌধুরী, জামায়াত ইসলামী বাংলাদেশের প্রার্থী মোঃ মুশতারশেদ বিল্লাহ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তফা কামাল। মাগুরা-১ আসনে আয়কর রিটার্ন দাখিল না করায় গণফোরামের মোঃ মিজানুর রহমান ও ঋণ খেলাপি থাকায় স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং মাগুরা-২ আসনে হলফনামা অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির প্রার্থী মশিয়ার রহমান ও কাগজপত্র ত্রুটিপূর্ণ থাকায় স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আজ শনিবার সকাল ১১ টায় মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মাগুরা জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ নির্বাচনের বৈধ প্রার্থীদের মনোনয়ন ঘোষণা দেন। একই সাথে এ নির্বাচনের আচরণবিধি সম্পর্কে প্রার্থীদের অবগত করানো হয়। এ সময় মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজির আহমেদ উপস্থিত ছিলেন। এ নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল করার শেষ সময় ১১ জানুয়ারী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)