উৎপল বিশ্বাস, নেহালপুর : এবার যশোরের মণিরামপুর উপজেলার কপালিয়া বাজারে প্রকাশ্যে মাথায় গুলি করে রানা প্রতাপ বৈরাগী (৪৫) নামে বরফকল মালিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়নের কপালিয়া বাজার এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। নিহত রানা প্রতাপ পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক তুষারকান্তি বৈরাগীর ছেলে। কপালিয়া বাজারে তার বরফকলের ব্যবসা আছে। এরআগে ৪ জানুয়ারি যশোর শহরের শংকরপুর ইসহাক সড়কে আলমগীর হোসেন নামে এক ব্যবসায়ীকে মাথায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। মাত্র দুইদিনের ব্যবধানে এ ধরনের হত্যায় আতঙ্ক চড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কপালিয়া বাজারে তার বরফকলে অবস্থান করছিলেন রানা প্রতাপ। আনুমানিক ৫টা ৪৫ মিনিটের দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে বরফকল থেকে ডেকে পাশ্ববর্তী কপালিয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে গলিতে নিয়ে মাথা লক্ষ্য করে ৭টি গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধারের আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। আর গুলি লাগে ডায়াগনস্টিক সেন্টারের কাঁচে। কাঁচ ভেঙে ভেদ করে চলে যায়।
এ ঘটনার পরপরই কপালিয়া বাজার ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় মণিরামপুর থানা পুলিশ।
এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। কে বা কারা এ ঘটনার সাথে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। এ রিপোর্ট লেখার সময় রাত ৯টা ৪০ পর্যন্ত কেউ আটক হয়নি।