নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম সাক্ষরিত পত্রে ১০৩ সদস্যের এ কমিটির অনুমোদন দেয়া হয় বলে জানান নবনির্বাচিত সদস্যসচিব বি এম আকাশ।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে শাহেদ মোহাম্মদ রিজভী, মুখপাত্র সাঈদ সান এবং সদস্যসচিব হিসেবে বি এম আকাশকে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া আব্দুল আল গালিব ও রেজাওয়ান হোসেন আকাশকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সংগঠক ও সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়েছে।