ক্রীড়া প্রতিবেদক : ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে যশোর জেলা দল। কাল বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে যশোর জেলা দল প্রতিদ্বন্দ্বিতা করবে নড়াইল জেলা দলের। ম্যাচটি হবে চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে। সেমিফাইনাল ম্যাচ খেলতে মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গায় যায় যশোর জেলা দল ও কর্মকর্তারা। এদিকে, যশোর জেলা দল গত ২৭ ডিসেম্বর নিজেদের শেষ ম্যাচে ৩২ রানের ব্যবধানে পরাজিত করে মাগুরা জেলা দলকে। এ জয়ের ফলে প্রতিযোগিতার সেমিফাইনালে ওঠে যশোর। ২৪ ডিসেম্বরের দ্বিতীয় খেলার যশোর ১৭৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছিলো বাগেরহাট জেলা দলকে। ২২ ডিসেম্বর নিজেদের প্রথম খেলায় যশোর ৬ উইকেটের ব্যবধানে হেরে যায় সাতক্ষীরা জেলা দলের কাছে। যশোর গ্রুপ পর্বের ৩ খেলায় ২ টি জয় ও একটি খেলায় পরাজিত হয়ে সেমিফাইনালে ওঠে। উল্লেখ্য, আজ বুধবার এ সেমিফাইনাল ম্যাচ হওয়ার কথা থাকলেও বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে স্থগিত করা হয়।