দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা ফেয়ার মিশনের উদ্যোগে ৩দিনব্যাপী বই মেলার উদ্বোধন করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। ফেয়ার মিশনের আয়োজনে প্রতিবছরই এই বই মেলার আয়োজন করা হয়। এবছরও পারুলিয়া বালিকা বিদ্যালয় চত্বরে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় ৩দিনব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়। ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই মেলার উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন দেবহাটার সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা সাহিত্য পরিষদের পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল বাশার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম। বই মেলায় ১৫টি স্টল বসেছে। আগামী ২৭ ডিসেম্বর শনিবার বই মেলার সমাপনী হবে।