স্পন্দন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কর্মসূচিতে যশোর থেকে অর্ধলক্ষাধিক নেতাকর্মী যান। তাদের নেতৃত্বে দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তার নেতৃত্বে রাজপথ উৎসবমুখর ও বর্ণিল হয়ে ওঠে। কনকনে শীত উপেক্ষা করে যশোরের নেতাকর্মীরা খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ও আশপাশের এলাকায়। রাতভর অবস্থানের পরও তাদের মধ্যে ক্লান্তির ছাপ দেখা যায়নি। বরং প্রিয় নেতাকে বরণ করে নেওয়ার প্রত্যাশায় সকাল থেকেই তারা নতুন উদ্যমে রাজপথে নামেন। সকাল থেকে যশোর জেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলসহ বিএনপির সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে সুশৃঙ্খলভাবে মিছিল ও সমাবেশে অংশ নেন। তাদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে ঢাকার ৩০০ ফিট সড়ক ও আশপাশের এলাকা। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও নির্যাতনের পথ পেরিয়ে আজকের এই ঐতিহাসিক মুহূর্ত এসেছে। দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি আরও বলেন- যশোরের নেতাকর্মীরা সব সময় দলের প্রতিটি আন্দোলন ও কর্মসূচিতে অগ্রণী ভূমিকা রেখে আসছে। আজ ঢাকার রাজপথে যশোরের এই বিপুল উপস্থিতি তারই প্রমাণ। শীত, কষ্ট কিংবা দূরত্ব—কোনো কিছুই আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি। অনিন্দ্য ইসলাম অমিত বলেন- শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে কর্মসূচি পালনের মাধ্যমে বিএনপি যে গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী আজকের রাজপথ তারই সাক্ষ্য দিচ্ছে। তিনি আগামী দিনগুলোতেও আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমে যশোরের নেতাকর্মীরা অগ্রভাগে থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন এবং সবাইকে সু-শৃঙ্খলভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান।