কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে আলাদা দু’টি অভিযানে বন্দুক, ককটেল ও মাদক উদ্ধার হয়েছে। বুধবার দিবাগত রাতে যৌথবাহিনীর অভিযানে উপজেলার জামাল ইউনিয়নের উল্লা গ্রাম থেকে একটি বন্দুক ও দুটি ককটেল উদ্ধার এবং বালিয়াডাঙ্গা গ্রাম থেকে ২৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় দুটি মামলা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনা ও র্যাবসহ যৌথ বাহিনীর সদস্যরা উপজেলার জামাল ইউনিয়নের উল্লা গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের বদিউজ্জামান রাজার মেহগিনি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশিয় একনলা বন্দুক ও দুইটি ককটেল উদ্ধার করে। অপরদিকে সন্ধ্যায় থানা পুলিশ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের অভিযান চালিয়ে ২৬ পিস ইয়াবাসহ সজীব হোসেন (২৮) ও তানভীর উদ্দিন (২১) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন এবং অস্ত্র্র আইনে দুটি মামলা করা হয়েছে।