শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় সাংস্কৃতিক সংগঠন দিবালোকের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনাসভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবালোকের প্রতিষ্ঠাতা সভাপতি দীরাজ মাহমুদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিরাজ হোসেনের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সিরাজ উদ্দীন বিশ্বাস। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলাবিভাগের অধ্যাপক ড. তপন রায়। অনুষ্ঠানে শৈলকুপার ৪ জন গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয়। এরা হলেন মো. ফরিদ রেজা (যাত্রা শিল্পী), বিজন চন্দ্র বিশ্বাস (যাত্রা শিল্পী), খন্দকার খসরুজ্জামান বাবু (নাট্য শিল্পী) ও মানিক জোয়ার্দার (সংগীত শিল্পী)। পরে সংগঠনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।