আশাশুনি প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আশাশুনিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদুজ্জামান হিমু। বুধবার সন্ধ্যায় থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানকে সঙ্গে নিয়ে উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাংগা বাজারসহ বিভিন্ন ইউনিয়নে পরিদর্শন করে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। এ সময় থানার সেকেন্ড অফিসার এসআই রশিদুজ্জামান, অনাথ মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন।