Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল

এখন সময়: শনিবার, ৬ ডিসেম্বর , ২০২৫, ১১:৫৮:৫৮ পিএম

কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সরকারি নলডাংগা ভূষনস্কুল মাঠ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ।
কালীগঞ্জবাসীর আয়োজনে হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ শহিদুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাইফুল ইসলাম ফিরোজ।
দোয়া মাহফিলের আগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিম শিশুদের মাঝে দুটি ছাগল বিতরণ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, ডা. নূরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, জবেদ আলী, আনোয়ার হোসেনসহ বিভিন্ন সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ। শেষে দোয়া পরিচালনা করেন বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওঃ খালেদ সাইফুল্লাহ মিরাজ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)