মাগুরা প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে মাগুরা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে সভাপতি আকিদুর রহমান, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ মিলন ঘোষ সহ একই প্যানেলে ১৮ জন নির্বাচিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সকাল ৯ টা হতে বিকাল ৪টা পর্যন্ত ৯৪ জন ভোটারের মধ্যে ৯২ জন ভোটার ভোট দানের মাধ্যমে আটজন নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের পরিচালক মোঃ আমিনুল ইসলাম, ইমরুল কায়েস ও মোহাম্মদ সাহেব আলী। ১৮ সদস্য বিশিষ্ট কমিটির ১০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এরা হচ্ছে সিনিয়র সহসভাপতি ওবায়দুর রহমান, সহসভাপতি অলিউর রহমান, সুবীর কুন্ডু ও আবুল কালাম যুগ্ম সম্পাদক সুকুমার বিশ্বাস, মোঃ ইকবাল হোসেন, ওহিদুর রহমান কোষাধক্ষ মিলন ঘোষ, সদস্য ইমরান হোসেন। ১৪ জন নির্বাচনে অংশগ্রহণ করে এদের মধ্যে সভাপতি মিয়া আকিদুর রহমান ৮৪ ভোট, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান যুবি ৪৯ ভোট, সহ সম্পাদক মিয়া সাদিকুর রহমান ৮৫ ভোট কার্যনির্বাহী সদস্য পদে গোলাম নবী মোল্লা, মোস্তাফিজুর রহমান লিটন, মোহাম্মদ নাসির, আব্দুর রাজ্জাক ও শহিদুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সভাপতি পদে আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক পদে মোঃ মুরাদুল ইসলাম, সহ-সম্পাদক পদে আব্দুল হাশেম, কার্যনির্বাহী পদে নাসির হোসেন, মোহাম্মদ, ও মোহাম্মদ রাকিব। শনিবার সন্ধ্যা ছয়টায় সকলের উপস্থিতিতে আরম্ভ পরিবেশে নির্বাচিতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া নেয়া হয়।