নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ স্কাউটস অঞ্চল পর্যায়ে শাপলা ক্লাব ও প্রেসিডেন্টস স্কাউটের ৮০৭ সদস্যদের মাঝে শনিবার অ্যাওয়ার্ড বিতরণ করা হয়েছে। স্কাউট খুলনা অঞ্চলের উদ্যোগে যশোর বিডি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ড বিতরণ করেন খুলনার অতিক্তি বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল। তিনি বলেন, আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তারা আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। স্কাউটসের মাধ্যমে এসব শিশু সৎ চরিত্র ও নিষ্ঠাবান হিসেবে গড়ে উঠবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার-খ সার্কেল রাজিবুল ইসলাম।
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের উপপরিচালক মশিউর রহমান, খুলনা অঞ্চলের আঞ্চলিক কমিশনার আবু হান্নান, উপকমিশনার (প্রোগ্রাম) মনোয়ার আহমদ, সম্পাদক আক্তারুজ্জামান প্রমুখ।