মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে করিম মোল্যা (২২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল ভোরে উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এটি স্বাভাবিক মৃত্যু নাকি পূর্ব পরিকল্পিত হত্যা বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত করিম ওই এলাকার মো. রেজাউল মোল্যার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, করিমের সঙ্গে লাহুড়িয়া পশ্চিমপাড়া এলাকার মো. ছাদেক শেখের মেয়ে আখলিমা খানম মুনিয়ার এক সপ্তাহ আগে বিয়ে হয়। এরপর থেকে নিজেদের মধ্যে বেশ ভালোই মোনমালিন্য চলছিল। রবিবার রাতে খাবার খেয়ে স্বামী-স্ত্রী ঘুমিয়ে যায়। হঠাৎ ভোরে স্ত্রী তার স্বামীকে ডাক দিলে তার কোনো সাড়া পায় না। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার নাকে রক্ত এবং শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান চিকিৎসক। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরিবারের অভিযোগ, তাকে পূর্ব পরিকল্পিতভাবে বালিশ চাপা দিয়ে মেরে ফেলা হয়েছে।
করিমের স্ত্রী আকলিমা খানম মুনিয়া জানান, প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই রাতের খাবার খেয়ে দু’জনেই ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে তাকে ডাক দিয়ে কোনো সাড়া শব্দ না পেলে সকলকে বিষয়টি অবহিত করেন তিনি।
মা রাহিলা বেগম বলেন, আমার ছেলেকে পূর্ব পরিকল্পিতভাবে বালিশ চাপা দিয়ে মেরে ফেলা হয়েছে। আমি ছেলে হত্যার বিচার চাই।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আবুল খায়ের সাংবাদিকদের বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষ হলে এবং রিপোর্ট পেলে তবেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।